সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

No automatic alt text available.
পেঁপের রয়েছে নানা গুণ।*.-একটি ফল পেঁপে, যা মিষ্টি হলেও ডায়াবেটিস রোগীরা খেতে পারেন।*.-যাদের পেটে গোলমাল দেখা দেয়, তারা পেঁপে খেতে পারেন।*.-ক্যালরির পরিমাণ বেশ কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা পেঁপে খেতে পারেন অনায়াসে।*.-এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি আছে।*.-চোখের সমস্যা বা সর্দিকাশির সমস্যা থাকলে পেঁপে খেতে পারেন, কাজে দেবে।*.-যারা হজমের সমস্যায় ভোগেন তারা পেঁপে খেলে উপকার পাবেন। এইফলে কোনো ক্ষতিকর উপাদান নেই।*.-পেঁপেতে আছে পটাশিয়াম। তাই এই ফল রক্তচাপ নিয়ন...
See more

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন