পেয়ারা রয়েছে নানা গুণ।*.কাঁচা পেয়ারা হৃদ রোগের উপকার করে|*.কাঁচা পেয়ারা লবন দিয়ে খান কাশের ভাল উপকার হবে|*.কাঁচা পেয়ারা রক্ত বর্ধক|*.পেয়ারা বাত পিত্ত কফ নাশক|*.রীর ঠান্ডা রাখার জন্য কাঁচা পেয়ারা অত্যন্ত উপকারী*.যাদের হাতে পায়ে জ্বালা কাঁচা পেয়ারায় উপকার পাবেন|*.পেয়ারা পাতা দাঁতের মাড়ি ব্যথায় উপকার|*.তুলশি গিলই এবং পেয়ারা পাতা সেদ্ধজল জ্বরের জন্য অত্যন্ত উপকারী*.কাঁচা পেয়ারা আনন্দ দায়ক|*.নেশা মুক্তির জন্য কাঁচা পেয়ারার পাতা সেদ্ধ জল খাওয়ান|*.শিকড়, গাছের বাকল, পাতা এবং অপরিপক্ক ফল কলেরা, আমাশয় ও অন্যান্য পেটের পীড়া নিরাময়ে ভাল কাজ করে।*.ক্ষত বা ঘা-এ থেঁতলানো পাতার প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। পেয়ারার কচি পাতা চিবালে দাঁতের ব্যথা উপশম হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন